আইপিএলে এবারই কি শেষ মহেন্দ্র সিং ধোনির? নাকি পরের বছরও চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলতে দেখা যাবে ভারতের সর্বকালের অন্যতম সফল ক্রিকেটারকে? প্রশ্নটা ঘোরাফেরা করছে আইপিএল শুরুর প্রথম দিন থেকেই। গুজরাট টাইটান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর এ নিয়ে সবার কৌতূহল মেটালেন ধোনি।
মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে ১৫ রানে হারায় চেন্নাই। ম্যাচ শেষে ধারাভাষ্যকার হর্ষ ভোগলে ধোনিকে প্রশ্ন করে বসেন ‘আপনাকে কি আর চেন্নাইয়ের মাঠে খেলতে দেখা যাবে?’
জবাবে ধোনি জানান, তার হাতে এখনও অনেক সময় রয়েছে ভাবার জন্য। ধোনির কথায়, ‘বলতে পারব না। হাতে এখনও আট–নয় মাস সময় রয়েছে। ডিসেম্বরে মিনি নিলাম রয়েছে। তাই এখনই এসব নিয়ে মাথা ঘামাতে যাব কেন? তবে এটুকু বলতে পারি, চেন্নাইয়ের সঙ্গেই জড়িয়ে থাকব। তা সে ক্রিকেটার হিসেবে হোক। বা অন্য ভূমিকায়।’
ধোনি এখন আইপিএল ছাড়া অন্য কোনো ঘরানার ক্রিকেট খেলেন না। তাই প্রস্তুতির সময় তার লাগে বেশি। ধোনি বলেছেন, ‘সাধারণত জানুয়ারি থেকে অনুশীলন শুরু করি। অন্য কোথাও খেলি না বলে প্রস্তুতির সময়টাও লাগে বেশি। দলের সঙ্গে অনুশীলন শুরু করি মার্চ থেকে। তাই হাতে এখনও অনেক সময় আছে।’