কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
মালদ্বীপ প্রবাসী কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগরের মানবিক মানুষ জীবন রহমান মোহনের হাতে গড়া ও তার স্বীয় তত্বাবধানে পরিচালিত অবহেলিত সমাজ মেরামতের নিপূণ কারিগর “একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন-“।
সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকা এবং ঘুণে ধরা ও অবহেলিত সমাজ কারিগরী দক্ষতায় মেরামত করা। সংগঠনটির গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ও ভবিষৎ কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে মজবুত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল ৪ আগষ্ট সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এর সহিত যুক্ত কর্মকুশলীরা সাপ্তাহিক মতবিনিময় সভা করেন। সভায় একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের সকল সদস্য উপস্হিত ছিলেন।
“পাশে থাকবেন, পাশে রাখবেন” শ্লোগানকে সামনে নিয়ে জীবন রহমান মোহনের সৃষ্টি একটু মানবতার ছোঁয়া মানবিক কার্যক্রমের মাধ্যমে অবহেলিত সমাজ মেরামতে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে, এমনটাই আমাদের সকলের সর্বাঙ্গিক প্রত্যাশা।