কুৃষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
“আমাদের লক্ষ্য সামাজিক ঐক্য…” শ্লোগান বুকে ধারন করে আজ ২৬ আগস্ট, শনিবার বিকাল ৫টায় কুচিয়ামোড়া বাজার মসজিদ গলিতে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে “বাহাদুরপুর ইউনিয়ন পেশাজীবী পরিষদ”-এর কমিটি গঠন উপলক্ষ্যে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আসলাম উদ্দীনের সভাপতিত্বে ও জনাব জামান ফিরোজের সঞ্চালনায় এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত কমিটি গঠিত হয়।
উপদেষ্টা পরিষদের সদস্য: ফিরোজ কবীর গোলাম হোসেন চানু আজিজুর রহমান শেলী ফেরদৌস হোসেন মানিক
আহবায়ক:
মোঃ আসলাম উদ্দীন
যুগ্ন আহবায়ক: এটিএম কবিরুল হাসান।
সদস্য সচিব: জামান ফিরোজ
কোষাধ্যক্ষ: আতিউর রহমান চঞ্চল।
সদস্য
একেএম শাহআলম,শেখ মোঃ আবুল হাসেম, মাসুদ হাসান আজিজুর রহমান টিক্কা নেহেদুল হক পান্নু মামুন অর রশিদ বাবলু শামসুজ্জোহা মোঃ তারিক মোস্তাফিজুর রহমান অনু
আব্দুল হাকিম সুমন নুর জাহিদ রেজাউল হক আব্দুর রাজ্জাক মাহফুজুর রহমান আশরাফুল ইসলাম রিপন সাঈদ আহমেদ লালন আব্দুল হালিম নিলুফা ইয়াসমীন আজমিরা শ্যামা নাসরিন সুলতানা শিখা আমিনুল ইসলাম শাহ আলম মাহবুবুল ইসলাম মামিদুল জুয়েল হোসেন,জহুরুল ইসলাম,সাহাবুল ইসলাম,তোয়াজ্জেল হোসেন,সাকিউর রহমান সালাম,
শরিফুল ইসলাম বকুল,মজনু এলাহী, আবুল সরকার
সভায় আগামী তিন মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন ও প্রয়োজনে আরও সদস্য কো-আপ্ট করার বিধান রেখে সভার সভাপতি জনাব মোঃ আসলাম উদ্দীন সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।