কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
ভেড়ামারা উপজেলা ইজিবাইক সমবায় সমিতি লিঃ বাহিরচর শাখার ত্রিবার্ষিক প্রতিনিধি নির্বাচনে
উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে, আজ ০৫/০৮/২০২৩ সকাল ৯:০০ থেকে ভোটগ্রহন শুরু হয়েছে যা দুপুর ২:০০ টায় শেষ হবে ৭ টি পদের বিপরীতে ১৬ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ৪ জন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ- সভাপতি ও কোষাধ্যক্ষ পদে ২ জন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সর্বমোট ভোটার সংখ্যা ৮৬ জন দুপুর ১২ টার মধ্যে ৮০ টি ভোট অর্থাৎ এই সময়ের মধ্যে ৯৩ শতাংশ ভোট পোল হয়েছে। ভেড়ামারা রেল স্টেশনের পূর্বে অটো স্ট্যান্ডের অফিসে, অটো স্ট্যান্ড পরিচালনা পরিষদের উপদেষ্টাগন সান্টু আহম্মেদ, শাহাদাত হোসেন বাবু, সোহেল আহম্মেদ, হাসানুর রহমান হাসান,সোহেল রানা এর সার্বিক ব্যাবস্হাপনায় নির্বাচন পরিচালিত হচ্ছে। ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জানান নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হচ্ছে।