দীপংকর বনিক, দিরাই
সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় দৈনিক প্রিন্ট পত্রিকায় কর্মরত সংগঠন “দিরাই রিপোর্টার্স ইউনিটি’র” মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২জুলাই) সন্ধ্যা ৭টায় রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মোশাহিদ আহমদ সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি রুকনুজ্জামান জহুরী, জীবন সুত্রধর, যুগ্ম সম্পাদক আকতার সাদিক, মহিবুর রহমান, কোষাধ্যক্ষ রবিনূর চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপংকর বনিক দিপু, নির্বাহী সদস্য শিশির অধিকারী প্রমুখ।
সভায় দিরাই পৌর শহরের ব্যস্ততম থানা রোডের ফুটপাতে অবৈধ দোকানপাটের কারণে পথচারীদের দুর্ভোগ, যত্রতত্র পার্কিংয়ে যানজট, থানা পয়েন্টের মাছ বাজারে পরিবেশ দূষণ, অবৈধ ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশায় অতিরিক্ত ভাড়া আদায়, অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালকদের কারণে দূর্ঘটনা ও ইজিবাইক অটোরিকশায় চাকায় ওড়না পেছিয়ে দূর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ এসব সমস্যা প্রতিকারের জন্য পৌর মেয়র বরাবরে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।