রংপুর জেলা প্রতিনিধি ঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের কৃতি সন্তান সুজিত রায় নন্দী আজ(১৫আগস্ট ) মঙ্গলবার চাঁদপুর আসছেন। তিনি মঙ্গলবার সকাল ৮ টায় নৌ- পথে রওয়ানা হয়ে ১১ টায় চাঁদপুর পৌঁছবেন।
এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে শারীরিক-
প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও প্রধান বক্তা সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্বা আবু নঈম পাটওয়ারী এবং বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দগণ উপস্হিত থাকবেন।
আজ মঙ্গলবার দুপুর ১টার সময় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফরাক্কবাদ ডিগ্রী কলেজ ও চাঁদপুর সিটি কলেজের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ
দিবেন।
পরে জাতীয় শোক দিবস উপলক্ষে সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত গনভোজে, হানারচর ইউনিয়নে মিলাদ ও দোয়া, চান্দ্রা হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় খাবার বিতরন, হাইমচরের চরভৈরবীতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ
দিবেন।
এছাড়াও তিনি দিনব্যাপী চাঁদপুর-হাইমচর সহ বেশ কয়েকটি স্হানে জাতীয় শোক দিবস ও রাজনৈতিক, সামাজিক অনুষ্ঠান শেষে আজ রাতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে জানা যায়।