কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে শুভ (১৮) নামের এক যুবক নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা কেটে গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তার সন্ধানে নদীতে ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
শনিবার (৫ আগস্ট)দুপুরে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ পার্ক সংলগ্ন গড়াই নদীতে ওই যুবক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ আগস্ট) সকালে বন্ধুদের সঙ্গে গড়াই নদীতে নৌকা ভ্রমণে যান শুভ। দিনব্যাপী ঘোরাফেরা শেষে বিকেল ৫টার দিকে নৌকার ওপর নাচানাচি করতে গিয়ে ছয়জন বন্ধু নদীতে পড়ে যান।একপর্যায়ে সবাই উঠে আসলেও শুভ উঠে আসেননি। পানির স্রোতে তলিয়ে যান শুভ। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। রাতে উদ্ধার অভিযান বন্ধ হয়। পরে আজ শনিবার সকাল থেকে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছেন।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচলক জানে আলম বলেন, বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে নদীতে পড়ে শুভ নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এখন ফায়ার সার্ভিসের কর্মী ও খুলনা থেকে আসা ডুবুরি দল নদীতে এ উদ্ধার অভিযান চালাচ্ছেন।