মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের বিরুদ্ধে নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে । দেশটির সেনাবাহিনীর সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তারা মিয়ানমারের সেনাবাহিনী সংশ্লিষ্ট দুই ব্যক্তি ও ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানয়েছে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয়।
মিয়ানমারের সেনাবাহিনীকে জঙ্গিবিমানের জ্বালানি সরবরাহ করতো এইসব ব্যক্তি ও প্রতিষ্ঠান। পাশাপাশি তা আমদানি ও মজুত করতে সহায়তা করে বেসামরিক নাগরিকদের ওপর অবিরাম বিমান ও বোমা হামলা চালাতে সক্ষম করে তুলেছে বলে অভিযোগ মার্কিন অর্থমন্ত্রণালয়ের।
মিয়ানমারে ২০২১ সালে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে জান্তা সরকারের ওপর চাপ আরও বৃদ্ধি করতে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।