মাত্র চার বছর বয়সেই এক শিশু উঠে এসেছে বিশ্ব রেকর্ডের পাতায়। নাম তার সাইদ রাশেদ আলমেহরি। বিশ্বের সর্বকনিষ্ঠ বই লেখক হিসেবে সাইদ জায়গা করে নিয়েছে নিজের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। এমনটাই খবর নিশ্চিত করেছে খালিজ টাইমস।
সংযুক্ত আরব আমিরাতের এই খুদে লেখক সাইদ রাশেদ আলমেহরির প্রকাশিত বইটির নাম, ‘দ্য এলিফ্যান্ট সাইদ অ্যান্ড দ্য বিয়ার’। রাগের পরিবর্তে দয়ার জয়যুক্ত হওয়া এবং দুটি প্রাণির মধ্যে আকস্মিক বন্ধুত্ব তৈরি হওয়ার বিষয়টি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে সাইদ এর লিখা গল্পগ্রন্থটিতে।
এ ব্যাপারে তার মা মাওজা আল দারমিকি জানান, ‘সে যখন আমাদের কাছে গল্পটি বলে আমরা সবাই আশ্চর্য হয়ে গিয়েছিলাম।’ তিনি আরও জানান যে, ‘তার (সাইদের) গল্প কিভাবে বলতে হয় এবং গল্পের মাধ্যমে সে কি বার্তা মানুষের কাছে পৌঁছাতে চায় এ বিষয়ে তার পরিষ্কার ধারণা ছিল।’
সাইদ যে কেবল গল্পের বইটি লিখেছে তা নয় সে তার বইটির প্রচ্ছদও এঁকেছে। সাইদ জানিয়েছে ‘আমি বইটি লিখেছি এবং এটি ছিল খুবই সহজ কাজ।’ সাইদ আরও বলে যে, এই কাজে তাকে তার বোন বেশ সাহায্য করেছে।
সাইদের মা এর ভাষ্যমতে , সাইদ খুবই সাধারণ প্রাঞ্জল ভাষায় বইটি লিখেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পর্যবেক্ষকরা বইটিকে পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই বাছাই করেছেন এবং তারা নিশ্চিত করেছেন যে বইটি সাইদই লিখেছে। মার্চ মাসের শুরুতে সাইদের বিশ্ব রেকর্ডের বিষয়টি জানায় গিনেস কর্তৃপক্ষ। এরইমধ্যে ১ হাজার কপি বিক্রি হয়ে গেছে বইটার। শিশুদের স্কুল আলদার এডুকেশন-আল আইন একাডেমি সহায়তা করে বইটির কপিগুলো বিক্রি করতে।
Source:
NRD TV
Via:
NRD NEWS