যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হয় মোদির।
এছাড়া প্রেসিডেন্টে বাইডেনের স্ত্রী জিল বাইডেনের সাথেও সাক্ষাৎ হয় মোদির। সাক্ষাতে জিল বাইডেনকে সবুজ হীরা উপহার দেন ভারতের প্রধানমন্ত্রী। এই হীরা পরীক্ষাগারে সৌরশক্তি ব্যবহার করে কৃত্রিম পদ্ধতিতে বানানো হয়েছে। হীরার বাক্সে রয়েছে কাশ্মীরি শিল্পীদের কারুকাজ। উত্তর প্রদেশ থেকে গিয়েছে তাম্রপাত্র।
এ ছাড়া বাইডেনকে উপহার হিসেবে দেওয়া হয়েছে, মাইসুরুর চন্দনকাঠের বাক্স। বাক্স তৈরি হয়েছে জয়পুরে। তাতে রয়েছে যজুর্বেদের বৈখনস গৃহসূত্রম। উপহারে গিয়েছে আইরিশ কবির ৮৬ বছর আগের উপনিষদের অনুবাদ।