সোমালিয়ার লোয়ার শাবেল অঞ্চলে একটি পুরানো বোমার অবশিষ্টাংশ বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই শিশু। এ ঘটনায় কমপক্ষে ৫৩ জন আহত হয়েছে।
সোমালিয়ার রাষ্ট্র পরিচালিত সোমালি ন্যাশনাল নিউজ এজেন্সি শুক্রবার এ খবর জানিয়েছে বলে খবরে জানায় বার্তা সংস্থা সিএনএন।
স্থানীয় সময় শুক্রবার রাজধানী মোগাদিশু থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে কোরিওলি শহরের কাছে মুরালে গ্রামে বিস্ফোরণটি ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানান, যেখানে মর্টারটি বিস্ফোরিত হয়েছিল, সেখানে বেশিরভাগ ১০ থেকে ১৫ বছর বয়সী শিশুরা খেলা করছিলো।
কোরিওলির ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনার আবদি আহমেদ আলী বলেন, “শিশুরা একটি মর্টার শেলের অবশিষ্ট অংশ নিয়ে খেলছিল। হঠাৎ এটি তাদের উপর বিস্ফোরিত হয়।“
তিনি আরও বলেন, “আমরা সরকার ও সাহায্য সংস্থাগুলোকে এসব এলাকা থেকে মাইন ও বোমা সরিয়ে ফেলার জন্য অনুরোধ জানিয়েছি।”
এখনো এ ঘটনায় দায় স্বীকার করেনি কেউ। এই অঞ্চলটি সশস্ত্র আল শাবাব গোষ্ঠীর লক্ষ্যবস্তু। ২০০৭ সাল থেকে আন্তর্জাতিকভাবে সমর্থিত সোমালি ফেডারেল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়েছে আসছে গোষ্ঠীটি।