কুৃষ্টিয়া জেলা প্রতিনিধি ঃ
ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবকলীগ’র জনপ্রিয় ও জননন্দিত আহবায়ক শ্রীমান সঞ্জয় কুমার প্রামানিক কে চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে শোকের মাস আগষ্ট’র প্রথম দিনে শহরতলীর প্রাণকেন্দ্র গোডাউন মোড়ে নিজ বাসাতে প্রবেশ করার প্রাক্কালে প্রথমে গুলি করে ও পরবর্তীতে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হ্যামার দিযে দু’পা গুড়ো করে দেয় ।আহত সঞ্জয় প্রামানিককে প্রথমে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স, পরে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়। দু’ দিন পর অবস্হার ব্যাপক অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে সঞ্জয়ের মাথার সিনসেটিভ অপারেশন সাকসেস ভাবে করা হলেও পায়ের মারাত্মক ইঞ্জুরিতে তার শরীরে অস্বাভাবিক জ্বর দেখা যায় এবং অপারেশনটি বডি রিকভারি করতে না পারায় ৯ আগষ্ট সকাল ৮ টায় সঞ্জয় কুমার প্রামানিক নশ্বর জগতের মায়া ত্যাগ করে মৃত্যুমুখে ঢলে পড়েন।
সঞ্জয় কুমার প্রামানিক হত্যাকান্ডের পর উপজেলা আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ বিভিন্ন সময় এ হত্যাকান্ডের বিচারের দাবিতে সোচ্চার থেকে আন্দোলন কর্মসুচী, প্রতিবাদ সভা,বিক্ষোভ মিছিল অব্যাহত রাখে।
তারই ধারাবাহিকতায় আজ ৩১ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যার পর সঞ্জয় প্রেমী, সঞ্জয় ভক্তদের আয়োজনে শতাধিক মোটর বাইকের একটি প্রতিবাদী মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যা ভেড়ামারা ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে বাসষ্ট্যান্ড,চৈতন্যমোড় বক চত্বর, গোডাউন মোড় হয়ে ডাকবাংলো চত্বরে এসে শেষ হয়।উক্ত প্রতিবাদী মিছিল থেকে সঞ্জয় হত্যাকারিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করা হয়।