নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো: রাসেল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ মে) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার নলদী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে নলদী পুলিশ ক্যাম্পের পুলিশ।
রাসেল উপজেলার নলদী ইউনিয়নের বারইপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ মে) দিবাগত রাতে নলদী পুলিশ ক্যাম্পের এএসআই মো: দীন ইসলাম সঙ্গীয় ফোর্স রোমান ফকিরসহ তাকে নলদী বাজার থেকে আটক করে। ২০২২ সালের মে মাসে ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাসেলকে ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এরপর থেকে সে পলাতক ছিলেন।
নলদী পুলিশ ক্যাম্পের এএসআই মো: দীন ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।