রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মন্টু ব্যাপারী (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মন্টু ব্যাপারী উপজেলার পারইল গ্রামের মৃত খয়বর ব্যাপারীর ছেলে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ২০১৬ সালে মন্টু ব্যাপারীর বিরুদ্ধে রাণীনগর থানায় মাদক (গাঁজা) মামলা রুজু হয়। ওই মামলায় বিজ্ঞ আদালত চলতি বছরে মন্টুকে এক বছরের সাজা প্রদান করেন। এরপর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মন্টুকে গ্রেফতার করে। শুক্রবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।