নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৮ লিটার চোলাই মদসহ দোলোয়ারা ওরফে বিলকিস (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে মদ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দোলোয়ারা ওরফে বিলকিস উপজেলার মিরাট ইউপির কিসমত হরপুর গ্রামের আলম মন্ডলের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ।
ওসি জানান, ওই নারী নিজ বাড়িতে চোলাই মদের ব্যবসা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে তার বাড়ি তল্লাশি করে বাড়ির বারান্দা থেকে ৮ লিটার চোলাই মদ উদ্ধার করাসহ নারী মাদক ব্যবসায়ী দোলোয়ারা ওরফে বিলকিসকে গ্রেফতার করে। রাতেই তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।