রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ ঢাকার মেরুল বাড্ডা এলাকার শিশু ইয়ামিনের (৮) মরদেহ ১৬মে মঙ্গলবার দুপুরে পুলিশ উদ্ধার করে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মধুখালী পূর্বপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট রোড এলাকার ফিরোজ আলম মাসুদ ও আমেনা বেগমের ছেলে। রূপগঞ্জ থানার এস আই শেখ মিরাজ আহম্মেদ জানান, গত সোমবার বেলা ১১ টায় ইয়ামিন খেলাধুলা করতে বাসা থেকে বের হয়। পরে আর বাড়ি ফিরে আসেনি। রাতে ইয়ামিনের মা আমেনা বেগম বাদী হয়ে বাড্ডা থানায় সাধারণ ডায়েরী করেন। সাধারণ ডায়েরী নং ১১৩০ রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, ইয়ামিনের মরদেহটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। মামলার প্রস্তুতি চলছে।