কুষ্টিয়া জেলা প্রতিনিধি
ভেড়ামারায় নিহত স্বেচ্ছাসেবকলীগ নেতা সঞ্জয়’ র স্ত্রী “বিথী রাণী দে” ও ছোট ভাই “সম্পদ” র হৃদয়ভাঙা আত্ম চিৎকারে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন অনুষ্ঠিত
মাত্র ৬ মাস ঘর সংসার করা সঞ্জয়ের স্ত্রী অন্তস্বত্বা বিথী রাণী দে’ র কান্নার রোল থামবে কি!সিঁথির সিঁদুর না শুকাতেই সাজানো সংসারকে একদল সন্ত্রাসীরা ব্যাক্তি স্বার্থে তছনছ করে দিয়েছে।
ভেড়ামারা পুজা উদযাপন পরিষদের আহবানে সকাল ১০ টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে জেলা হিন্দু নেতৃবৃন্দ,জেলার সবকটি উপজেলার হিন্দু নেতৃবৃন্দ, ভেড়ামারার হিন্দু সম্প্রদায় সহ সর্বস্তরের গণমানুষের উপস্হিতিতে ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা সঞ্জয় প্রামানিক হত্যায় জড়িত মোস্তাফিজুর রহমান শোভন সহ জড়িত সকলের দৃষ্টান্তমুলক শাস্তি ফাঁসি দাবী করেন নিহত সঞ্জয় প্রামানিক’ র স্ত্রী বিথী রাণী দে ও ভাই সম্পদ কুমার প্রামনিক সহ বক্তারা।
সঞ্জয়ের স্ত্রীর কান্নায় ভেঙে পড়া বক্তব্যে চতুর্দিকের বাতাস ভারী হয়ে ওঠে । এ নিষ্ঠুর হত্যাকান্ডের সঠিক বিচারই সঞ্জয়’ র পরিবারকে বেঁচে থাকার শক্তি ও সাহস যোগাবে এমনটাই সকলের প্রত্যাশা।