ডেস্ক নিউজ ঃ
আকাশ থেকে বৃষ্টির ফোটা পড়লেই রাজধানীতে নেমে আসে যানজট। এ যেন এক অবধারিত নিয়তি। শনিবার (১২ আগস্ট) রাত থেকে টানা বৃষ্টিতে রাজধানীতে কিছুটা স্বস্তি নামলেও বেড়েছে ভোগান্তি।
রোববার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি দেখা গেছে।
কর্মদিনে এমন টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। অলিগলিতে পানি জমায় পথচারীরা পড়েছেন ভোগান্তিতে।
শহরের অনেক জায়গায় সংস্কার কাজ চলছে। এই কাজ করার পাশাপাশি ড্রেনেজ সিস্টেমের সমস্যায় জলাবদ্ধতা হয়ে থাকে। এমনকি মূল সড়কেও সামান্য বৃষ্টিতে পানি জমে যায়।
পথচারীদের দুর্ভোগের পাশাপাশি গাড়ি চলাচলেও সমস্যা হয়। ছোট গাড়িগুলো সাবধানে আগায়। গতি কমিয়ে দিতে হয়। কারণ একবার ইঞ্জিনে পানি ঢুকলেই স্টার্ট বন্ধ হওয়ার আশঙ্কা থাকে। গাড়ির গতি কমে যাওয়ার ফলে যানজট বেড়ে যায়।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির এই ধারা চলতে পারে ১৬ আগস্ট পর্যন্ত। এরপর রোদের দেখা পাওয়া যেতে পারে।
আবহাওয়া অফিস সূত্র বলছে, দেশের ওপর দিকে মৌসুমি বায়ুর অংশ বেশ সক্রিয়। এ কারণে বৃষ্টি কিছুটা বেড়েছে।
অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা আছে






সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited