এন আর ডি ডেস্ক নিউজ ঃ
দিরাই উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণে আজ ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুলাই) বিকেলে দিরাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যুবলীগ নেতা সবুজ মিয়ার সভাপতিত্বে ও সুয়েব আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্বরণ।
বক্তব্য রাখেন- যুবলীগ নেতা পৌর মেয়র বিশ্বজিৎ রায়, জিয়াউর রহমান লিটন, ইকবাল সর্দার, সাহেল আহমদ চৌধুরী, পারভেজ রহমানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।