ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার সহযোগী সদস্য ও সহযোগী সদস্য প্রার্থী কর্মশালা অনুষ্ঠিত
মোঃবিলাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি ঃ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে বাছাইকৃত সহযোগী সদস্য ও সহযোগী সদস্য প্রার্থীদের নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি আশরাফ উদ্দীন শফি’র সভাপতিত্বে ও সেক্রেটারি তাসনিম আদনান ও বায়তুলমাল সম্পাদক আরিফুল ইসলাম হোযায়ফা’র যৌথ পরিচালনায় ১৯ ও ২০ মার্চ’ ২৩ রবি ও সোমবার শহর মজলিস মিলনায়তনে বাছাইকৃত সহযোগী সদস্য ও সহযোগী সদস্য প্রার্থীদের নিয়ে ২ দিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক হাসান আহমাদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য, সিলেট-ময়মনসিংহ জোনের সহকারী পরিচালক সাইফুল ইসলাম জলিল।
কর্মশালার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান চৌধুরী, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সাভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার প্রাক্তন বায়তুলমাল সম্পাদক মাওলানা সাইফুর রাহমান ফয়সল, প্রাক্তন জেলা সেক্রেটারি হাফিজ মুফতি ইব্রাহিম খলিল, প্রাক্তন শহর বায়তুলমাল সম্পাদক নূহ বিন হুসাইন, প্রাক্তন রাজনগর উপজেলার সেক্রেটারি আহসান উদ্দীন গিলমান প্রমুখ।