মিতালী রানী দাস, সুনামগঞ্জ ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার ৬নং করিমপুর ইউনিয়ন পরিষদের ২০২৩ -২৪ অর্থবছরের জন্য ১কোটি ২০ লক্ষ টাকার বাজেট ঘোষণা হয়েছে।
মঙ্গলবার (৩০মে) সকাল ১১ টায় করিমপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্য্যালয়ে, ইউনিয়ন পরিষদের আয়োজনে এফআইভিডিবির সহযোগিতায় ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১কোটি ২০ লক্ষ টাকা বাজেট ঘোষণা করা হয়।এফআইভিডিবির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় বাজেট সভায় ইউপি সচিব জনাব অধীর রঞ্জন দাসের সঞ্চালনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ সাজ্জাদ সরদার-এর সভাপতিত্বে সভায় উন্মুক্ত বক্তব্য রাখেন,এফআই ভিডিবির আর ই সি সি পি প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট মোঃ রবিউল হাসান ,এফআই ভিডিবির ফিল্ড অফিসার মোঃজুয়েল মিয়া,দিরাই রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি জীবন সুএধর, ইউপি সদস্য দিলীপ রঞ্জন বর্মন, রাহেলা বেগম ,হারুন মিয়া, রিপন দাস, সেকুল ইসলাম , মোঃআলমগীর হোসেন , হাবিল মিয়া,আঃওদুদ চৌধুরী,মোঃ আজিজুর রহমান, গ্রাম আদালতের সহকারী সুয়েব আহমেদ প্রমূখ।
উন্মুক্ত আলোচনার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজ্জাদ সরদার ২০২৩- ২৪ অর্থ বছরের জন্য রাজস্ব ও উন্নয়নখাত মিলে ১কোটি ২০ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেন।