আজ মঙ্গলবার ( ৯ মে) চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে নামবে টাইগাররা। বাংলাদেশ খেলবে অথচ সেই খেলা টিভিতে দেখতে পারবে না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। কেননা বাংলাদেশের কোনো টিভি চ্যানেল খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে না।
সিরিজটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করছে প্রিমিয়ার স্পোর্টস’। তবে বাংলাদেশ থেকে টিভিতে দেখার সুযোগ নেই।
সেক্ষেত্রে আশার খবর হচ্ছে, বাংলাদেশি সমর্থকরা ওয়ানডে সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখতে পারবেন আইসিসি টিভিতে এবং সেটা বিনামূল্যে। এ তথ্য নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সাধারণত বাংলাদেশের দু’টি চ্যানেল বেশিরভাগ আন্তর্জাতিক সিরিজ বা টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করে। তার একটি হলো- স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস, অন্যটি জিটিভি বা গাজী টিভি।
সঠিক তথ্য পাওয়া আপনার অধিকার। সত্যের সন্ধানে কাজ করে যাচ্ছে এন আর ডি নিউজ। এন আর ডি নিউজের পাশেই থাকুন।