নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে। তারা হলেন উপজেলার সিম্বা পশ্চিমপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মোঃ শহিদুল ইসলাম ওরফে সাইদুল (৪০) এবং বরবড়িয়া গ্রামের মোঃ বেলাল শেখের ছেলে মোঃ আশিক (২৬)। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।
ওসি বলেন, উপজেলার সিম্বা স্টান্ডে মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গত বুধবার ৫জুলাই সন্ধ্যার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় জনৈক আমিনুল ইসলাম এর চায়ের দোকানের সামনে থেকে তিন গ্রাম হেরোইনসহ শহিদুল ইসলাম ওরফে সাইদুলকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ত্রিশ হাজার টাকা।
অপরদিকে, বৃহস্পতিবার ৬জুলাই সকাল সাড়ে নয় টায় গোনা ইউনিয়নের বরবড়িয়া এলাকায় অভিযান চালিয়ে আশি গ্রাম গাঁজাসহ নিজ বসতবাড়ির উত্তর পার্শ্ব থেকে আশিককে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য তিন হাজার দুইশত টাকা।
ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। এবং দুপুরের দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।