লংগদু উপজেলা প্রতিনিধি ঃ
সাধারণ মানুষের ভোগান্তি দূরীকরণে ও যাতায়াতের সুবিধার্থে রাঙামাটির লংগদুতে কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেডের উদ্যোগে উপজেলার মানিকজোড় ছড়া এলাকার প্রায় এক কিলোমিটার ইট সলিং রাস্তা নির্মাণ করে দিয়েছে সমিতির ব্যবসায়ীরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সমিতির নেতৃবৃন্দ কয়েকদিনের বিরামহীন কাজে শেষ হওয়া রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কাঠ ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা বাবুল দাশ বাবু বলেন, নিজ অর্থায়নে এধরনের জনকল্যাণমুখী ব্যতিক্রমী উদ্যোগ বর্তমান সময়ে খুব কমই নজরে পড়ে। কাঠ ব্যবসায়ীদের সহযোগিতায় স্থানীয় শিক্ষার্থী, কৃষক, গাড়ি চালক সহ হাজারো মানুষ সেবা পাবে। তাদের এই সেবামূলক কার্যক্রম চলমান রাখার পরামর্শ দেন তিনি।
সমিতির সভাপতি শাহনেওয়াজ জাননা, এলাকার বসবাসকারী মানুষের যাতায়াতের কষ্ট লাঘবে নিজেদের উদ্যোগে সমিতি ফান্ডের দেড় লক্ষাধিক টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছে।
এসময় কাঠ ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সভাপতি সাদেক হোসেন সহ লংগদু ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিপন দাশ, যুবলীগ সভাপতি মো. চান মিয়া, সম্পাদক কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।