আমাদের অনেকেই ২৪ ঘণ্টা রাউটার চালিয়ে রাখি। কিন্তু ব্যবহার না করলেও কি এতে বিদ্যুৎ খরচ হয়? উত্তরটা আপনাকে অবাক করতে পারে!
ইন্টারনেট এখন শুধু বিনোদন নয়, শিক্ষা, ব্যবসা ও যোগাযোগের অপরিহার্য মাধ্যম। শহর থেকে গ্রাম প্রায় প্রতিটি ঘরেই এখন ওয়াই-ফাই রাউটার দেখা যায়। অনেকেই এটি ২৪ ঘণ্টা চালিয়ে রাখেন, আবার কেউ কেউ রাতে ঘুমানোর আগে বন্ধ করে দেন। তবে প্রশ্ন হচ্ছে রাতে রাউটার চালু রাখলে আসলে কত বিদ্যুৎ খরচ হয় এবং এতে বিদ্যুৎ বিলে কী প্রভাব পড়ে?
এক মাসে খরচ হয় মাত্র কয়েক টাকাই!
কিন্তু রাতের বেলা বন্ধ করলে কি আসলেই বিলে সাশ্রয় হয়? আর বারবার বন্ধ–চালু করলে রাউটারের কোনো ক্ষতি হয় কি?
বিশেষজ্ঞদের মতে, একটি সাধারণ ওয়াই-ফাই রাউটার ৫ থেকে ২০ ওয়াট বিদ্যুৎ খরচ করে। যদি ধরা হয়, রাউটার গড়ে ১০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করছে, তাহলে মাসিক খরচের হিসাব দাঁড়াবে
২৪ ঘণ্টা × ৩০ দিন = ৭২০ ঘণ্টা
১০ ওয়াট × ৭২০ ঘণ্টা = ৭,২০০ ওয়াট-ঘণ্টা
১,০০০ ওয়াট-ঘণ্টা = ১ ইউনিট অনুযায়ী, মাসে হবে ৭.২ ইউনিট বিদ্যুৎ
বাংলাদেশে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম যদি ধরা হয় ৭ টাকা ৫০ পয়সা, তবে মাসে খরচ হবে প্রায় ৫৪ টাকা। রাতের বেলা ১২ ঘণ্টা বন্ধ রাখলে এই খরচ অর্ধেক হয়ে দাঁড়াবে প্রায় ২৭ টাকা।
সারসংক্ষেপ:
-
২৪ ঘণ্টা চালালে: প্রায় ৫৪ টাকা / মাস
-
রাতে বন্ধ রাখলে: প্রায় ২৭ টাকা / মাস
-
পারফরম্যান্স ও স্থায়িত্ব বজায় রাখতে চালু রাখা ভালো
রাউটার চালু রাখলে বিদ্যুৎ খরচ খুব বেশি নয়। স্থিতিশীল ইন্টারনেট সংযোগ এবং ডিভাইসের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে অযথা বারবার বন্ধ না করাই ভালো।