দিন তিনেক আগে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচে এক দর্শক মাঠে ঢুকে জড়িয়ে ধরেন লিওনেল মেসিকে। এবার পর্তুগালের ম্যাচেও একই ঘটনার পুনরাবৃত্তি হলো।
বসনিয়ার বিপক্ষে ইউরোর বাছাই পর্বের ম্যাচে লড়ছিল পর্তুগাল। এমন সময় ক্রিশ্চিয়ানো রোনালদোর এক ভক্ত মাঠে ঢুকে পড়েন। তাতেই ক্ষান্ত হননি ওই ভক্ত। মাঝমাঠেই রোনালদোকে কোলে তুলে নেন। রোনালদোর বিখ্যাত ‘সিইউ’ উদযাপনও করেন এ সময়। এরপর মাঠ প্রদক্ষিণ করতে থাকেন। ততক্ষণে অবশ্য নিরাপত্তারক্ষীরা পৌঁছে যান।
তবে প্রায় পুরো মাঠ ধরে নিরাপত্তারক্ষীদের ছোটান রোনালদোর ওই ভক্ত। এরপর তাকে ধরে ফেলেন নিরাপত্তাকর্মীরা এবং মাঠের বাইরে বের করে দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোকে ওই ভক্তের কোলে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।
এদিকে ‘স্পিড’ নামে পরিচিতি পাওয়া জনপ্রিয় ইউটিউবার ড্যারেন ওয়াটকিনস জুনিয়র এদিনের ম্যাচ শেষে দেখা করেছেন রোনালদোর সঙ্গে। অনেক দিন ধরেই রোনালদোর দেখা পাওয়ার চেষ্টা করছিলেন তিনি। অবশেষে এদিন তার সেই স্বপ্ন পূরণ হয়। তাই তো রোনালদোর সঙ্গে দেখা হওয়ার আনন্দে শিশুর মতো কেঁদেছেন এই ইউটিউবার।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited