বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুমতি নিয়েই পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কারণে আয়ারল্যান্ড বিপক্ষে আসন্ন সিরিজের জন্য সিলেটে জাতীয় দলের তিনদিনের অনুশীলন ক্যাম্পে থাকছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে সরাসরি লন্ডনে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন সাকিব। পারিবারিক কারণে আইপিএল বাদ দিলেও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন সাকিব। পরবর্তীতে মাগুরায় নিজ গ্রামের বাড়িতে ঈদুল ফিতরের সময় কাটিয়েছেন তিনি। ঈদুল ফিতরে পরিবার ও বন্ধু-বান্ধবের সাথে আনন্দঘন সময় কাটাতে দেখা গেছে সাকিবকে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited