স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো লা লিগায় একসঙ্গে প্রায় এক দশকে অনেক স্মরণীয় ম্যাচ উপহার দিয়েছেন। তা এখন শুধুই স্মৃতি।
দুই কিংবদন্তির দ্বৈরথ ফের দেখতে উন্মুখ আতলেতিকো মাদ্রিদের সভাপতি এনরিকে সেরেজো। তিনি লা লিগায় মেসি-রোনালদোর দ্বৈরথ আবারো দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।
বার্সেলোনার এক ইভেন্টে এসে আতলেতিকো মাদ্রিদের সভাপতি বলেছেন, লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোরা লা লিগায় ফিরলে বিষয়টা দুর্দান্ত হবে বলে মনে করি। দুজনে এখনো খেলছে। ফলে তারা ফিরে এলে চমৎকার হবে।
এনরিকের সেই চাওয়া হয়তো পূরণ হবে না। তার কারণ সাতবারের ব্যালন ডি অর জয়ী মেসির বার্সায় ফেরার সম্ভাবনা থাকলেও রোনালদোর সেই সম্ভাবনা নেই।
পাঁচবারের ব্যালন ডি অর জয়ী রোনালদো এখন ইউরোপীয় ফুটবল ছেড়ে এশিয়ায় খেলছেন। তাছাড়া সাবেক রিয়াল মাদ্রিদ তারকার ক্যারিয়ারও শেষের পথে। যে কারণে সিআর সেভেনকে নেওয়ার ঝুঁকি নেবে না কেউ।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited