আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিত হবে যুব হকি বিশ্বকাপ। প্রথমবারের মতো এই বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। ২৪ দলের আসরে বাংলাদেশ পড়েছে এফ গ্রুপে—সেখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স।
আজ বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে জাতীয় যুব হকি দলের জার্সি উন্মোচন করা হয়। উন্মোচন করেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান, হেড কোচ সিগফ্রিড আইকম্যান, অধিনায়ক মেহরাব হাসান সামিনসহ অন্যান্য কর্মকর্তারা।
সভাপতি বলেন, “এটি একটি অনন্য মুহূর্ত। দল শৃঙ্খলা ও ভালো পারফরম্যান্সের মাধ্যমে দেশের পতাকা আরও উঁচুতে তুলবে বলে আমি বিশ্বাস করি। মাঠে প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক, বাংলাদেশ শেষ পর্যন্ত লড়ে যাবে।”
সাধারণ সম্পাদক জানান, দলটি ১৮ নভেম্বর ভারত যাত্রা করবে এবং বিশ্বকাপের আগে চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে।
হেড কোচ আইকম্যান বলেন, “আধুনিক হকিতে গতি ও সমন্বয় গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের গতি ও বল নিয়ন্ত্রণে কাজ করেছি—এর প্রতিফলন মাঠে দেখতে চাই।”
অধিনায়ক সামিন বলেন, “আমরা এখন ইউরোপীয় হকির ধারা বুঝতে পেরেছি। আইকম্যানের অধীনে খেলায় পরিবর্তন এসেছে। গ্রুপের প্রতিটি দলকে সম্মান করি।”
বাংলাদেশ যুব হকি দল
মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন জয়, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ ও শহীদুর রহমান সাজু।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited