ইতিহাস গড়ল ভারতীয় নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয় করেছে তারা। শনিবার রাতে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত ফাইনালে ভারত ৫২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
২০০৫ ও ২০১৭ সালের মতো এবারও ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু আগের দু’বারের ব্যর্থতা ভুলে তৃতীয়বারেই শিরোপা ঘরে তোলে হারমানপ্রিত কৌরের দল। অন্যদিকে, প্রথমবারের মতো ফাইনালে উঠে স্বপ্নভঙ্গের বেদনায় ভুগতে হলো দক্ষিণ আফ্রিকাকে।
দারুণ সূচনায় ভারত, ব্যাটে ঝড় তোলেন শেফালি
বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচটি দুই ঘণ্টা দেরিতে শুরু হলেও সৌভাগ্যক্রমে ওভার কাটা হয়নি। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা।
ব্যাট হাতে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। উদ্বোধনী জুটিতে তারা ১০৬ বলে ১০৪ রান যোগ করেন। ৮টি চারে ৪৫ রান করে আউট হন মান্ধানা। এরপর শেফালি জুটি বাঁধেন জেমিমা রদ্রিগেজের সঙ্গে, যোগ করেন আরও ৬২ রান।
সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছেও শেষ পর্যন্ত ৮৭ রানে আউট হন শেফালি। ৭৮ বলের ইনিংসে তিনি ৭টি চার ও ২টি ছক্কা হাঁকান, যা তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস।
মিডল অর্ডারে স্থিরতা, দিপ্তি-রিচার জুটিতে বড় স্কোর
মিডল অর্ডারের তিন ব্যাটার—জেমিমা (২৪), অধিনায়ক হারমানপ্রিত (২০) ও আমানজোত কৌর (১২)—ছোট ইনিংস খেললেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর ষষ্ঠ উইকেটে দিপ্তি শর্মা ও রিচা ঘোষের জুটিতে ভারত বড় সংগ্রহ পায়।
এই জুটি ৩৫ বলে ৪৭ রান যোগ করে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৮ রান করে ভারত।
দিপ্তি ৫৮ বলে ৫৮ এবং রিচা ২৪ বলে ৩৪ রান করেন। দক্ষিণ আফ্রিকার আয়বোঙ্গা খাকা ৫৮ রানে ৩ উইকেট নেন।
উলভার্টের সেঞ্চুরিও বাঁচাতে পারল না দক্ষিণ আফ্রিকাকে
২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫১ রানের উদ্বোধনী জুটি পায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার তাজমিন ব্রিটস ২৩ রানে রান আউট হন। তৃতীয় উইকেটে অধিনায়ক লরা উলভার্ট ও সুনে লুস ৫২ রানের জুটি গড়েন।
কিন্তু লুস (২৫), কাপ (৪) ও জাফতা (১৬)-এর দ্রুত বিদায়ে চাপ বাড়ে প্রোটিয়াদের ওপর। দলীয় ১৪৮ রানে পঞ্চম উইকেট হারানোর পরও হাল ছাড়েননি উলভার্ট। ষষ্ঠ উইকেটে অ্যানেরি ডার্কসেনকে সঙ্গে নিয়ে ৬১ রানের জুটি গড়ে আশা জাগান।
তবে ৪০তম ওভারে ডার্কসেন (৩৫) ফেরার পর ৪২তম ওভারে উলভার্ট (৯৮ বলে ১০১) ক্যাচ তুলে দিলে শেষ হয়ে যায় প্রোটিয়াদের লড়াই।
৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
দিপ্তির ৫ উইকেট ও শেফালির নায়কোচিত ইনিংস
ফাইনালে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান দিপ্তি শর্মা, ৩৯ রানে নেন ৫ উইকেট। এর আগে ব্যাট হাতে করেছিলেন অপরাজিত ৫৮ রান।
পুরো টুর্নামেন্টে ২১৫ রান ও ২২ উইকেট নিয়ে তিনি নির্বাচিত হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।
অন্যদিকে, ব্যাট হাতে ৮৭ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে শেফালি ভার্মা হন ফাইনালের সেরা খেলোয়াড়।
উল্লেখযোগ্য বিষয়, তিনি শুরুতে ভারতের বিশ্বকাপ দলে ছিলেন না; ইনজুরিতে পড়া প্রাতিকা রাওয়ালের বদলি হিসেবে সেমিফাইনালের আগে দলে ডাক পান।
বাংলাদেশ সপ্তম
আট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে বাংলাদেশ নারী দল জয় পেয়েছে মাত্র এক ম্যাচে। পাঁচ হারের সঙ্গে একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে টুর্নামেন্ট শেষ করে তারা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২৯৮/৭ (৫০ ওভার) — শেফালি ৮৭, দিপ্তি ৫৮, খাকা ৩/৫৮।
দক্ষিণ আফ্রিকা: ২৪৬/১০ (৪৫.৩ ওভার) — উলভার্ট ১০১, ডার্কসেন ৩৫, দিপ্তি ৫/৩৯।
ফল: ভারত জয়ী ৫২ রানে।
প্লেয়ার অব দ্য ম্যাচ: শেফালি ভার্মা (ভারত)।
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: দিপ্তি শর্মা (ভারত)।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited