বিশাখাপত্তমের সবুজ গ্যালারি, সমুদ্রের হাওয়া আর উত্তেজনায় ভরা স্টেডিয়াম—এমন এক আবহেই আজ মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ মানেই এক অগ্নিপরীক্ষা, আর সেই পরীক্ষায় উতরে আসতে চাইছে টাইগ্রেসরা।
পূর্বের ফলাফল: প্রত্যাশা ও বাস্তবতার মিশেল
এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের দুর্দান্ত জয়ে টুর্নামেন্ট শুরু করলেও, এরপর ছন্দ হারায় জ্যোতিদের দল। পরের তিন ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে বসে তারা।
ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে ১০০ রানের বড় ব্যবধান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেটের ব্যবধানে হারের তিক্ততা এখনো কাটেনি টাইগ্রেসদের মনে। তবে ক্রিকেট যেমন অনিশ্চয়তার খেলা, তেমনি প্রতিটি নতুন ম্যাচই দেয় ঘুরে দাঁড়ানোর সুযোগ। আজকের ম্যাচে সেই সুযোগটাই কাজে লাগাতে চায় বাংলাদেশ।
দলে পরিবর্তন: নতুন ভারসাম্যের চেষ্টা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচের পর বাংলাদেশ দলে এসেছে দুইটি পরিবর্তন। বাদ পড়েছেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার ও পেসার মারুফা আক্তার। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন তরুণ প্রতিভা নিশিতা আকতার নিশি ও ফারিহা তৃষ্ণা। দু’জনই সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেছেন।
কোচের আশা, এই পরিবর্তন দলকে নতুন উদ্যম দেবে। ফারিহা তৃষ্ণার গতি ও নিশিতার স্পিন ভরসা দেবে মাঝের ও শেষের ওভারে। নিগার সুলতানাও টসের পর বলেন, “আমরা ব্যাট হাতে ভালো শুরু চাই। রানবোর্ডে বড় স্কোর গড়তে পারলে চাপটা ওদের ওপরেই থাকবে।”
অস্ট্রেলিয়া: বিশ্বচ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস
অন্যদিকে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আছে দুর্দান্ত ফর্মে। তারা এখন পর্যন্ত চার ম্যাচে তিনটি জিতেছে এবং একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দলটি।
অস্ট্রেলিয়ার শক্তি মূলত তাদের ব্যাটিং গভীরতা ও ঘূর্ণি মোকাবিলার দক্ষতায়। ক্যাপ্টেন মেগ ল্যানিং, এলিসা হিলি, বেথ মুনি, টাহলিয়া ম্যাকগ্রা—সবাই বর্তমানে দারুণ ছন্দে আছেন। বাংলাদেশ বোলারদের জন্য তাই আজকের দিনটি বড় চ্যালেঞ্জের হতে যাচ্ছে।
পরিসংখ্যানের ভাষায় লড়াই
এখন পর্যন্ত ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল চারবার। দুর্ভাগ্যজনকভাবে, চারটি ম্যাচেই হেরেছে টাইগ্রেসরা। তবে ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগ সব সময়ই থাকে, আর আজ সেই সুযোগটাই পেতে পারে নিগার-জ্যোতির দল।
বাংলাদেশ যদি আজ জয় পায়, সেটি হবে শুধু পয়েন্ট টেবিলের অবস্থান উন্নয়নের নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এক বড় মাইলফলক।
দলের ভেতরের সুর
দলের ভেতর এখনো আত্মবিশ্বাস অটুট। ব্যাটার ফারজানা হক বলেছেন, “আমরা আগের ম্যাচগুলো থেকে শিখেছি। এবার পরিকল্পনা পরিষ্কার—টপ অর্ডারে স্থিরতা, মিডল অর্ডারে গতি, আর বোলিংয়ে ধারাবাহিকতা।”
অধিনায়ক নিগার সুলতানাও আশাবাদী: “অস্ট্রেলিয়া শক্তিশালী দল, কিন্তু আমরা ভয় পাচ্ছি না। আমাদের লক্ষ্য নিজেদের সেরাটা খেলা।”
বাংলাদেশ একাদশ:
নিগার সুলতানা (অধিনায়ক), রুবাইয়া হায়দার, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, রিতু মনি, নিশিতা আকতার নিশি, ফারিহা তৃষ্ণা।
আজকের ম্যাচটি শুধু একটি পয়েন্ট সংগ্রহের লড়াই নয়, এটি বাংলাদেশের নারী ক্রিকেটের মানসিক শক্তি যাচাইয়ের দিনও বটে। পরাজয়ের ঘনঘটা পেছনে ফেলে নতুন সূচনার গল্প লেখার জন্যই মাঠে নেমেছে টাইগ্রেসরা।
বিশাখাপত্তমের গ্যালারিতে বাংলাদেশের পতাকা উড়বে—এ আশাতেই তাকিয়ে আছে সমর্থকরা।
বাংলাদেশ কি পারে ইতিহাস বদলে দিতে? উত্তরটা মিলবে দিনের শেষে স্কোরবোর্ডেই।
