বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। এশিয়া কাপে দলের হতাশাজনক পারফরম্যান্স এবং ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দলের পক্ষ থেকে এই দুঃখ প্রকাশ করেন।
এশিয়া কাপে হতাশার বিদায়
এবারের এশিয়া কাপে শুরুটা আশাব্যঞ্জক হলেও শেষটা হয়েছে তিক্ততায়। সুপার ফোরে ভারত ও পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে বোলাররা জয়ের দারুণ সুযোগ তৈরি করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া হয়। দলের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন দেশের ক্রিকেটপ্রেমীরা।
এই ব্যর্থতার দায় কাঁধে তুলে নিয়েই লিটন তার পোস্টে লেখেন—
“আমরা এশিয়া কাপে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্যবশত ফাইনাল খেলার লক্ষ্য পূরণ হয়নি। দলের পক্ষ থেকে আমরা সকল সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখিত।”
চোটের কষ্ট ও সিরিজ মিস
চোটের কারণে এশিয়া কাপের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি লিটন। এই আক্ষেপ ঝরেছে তার কণ্ঠেও। তিনি লিখেছেন—
“চোটের কারণে শেষ দুটি ম্যাচ মিস করা আমার জন্য ভীষণ কষ্টকর ছিল। সর্বোচ্চ চেষ্টা করেও সময়মতো সুস্থ হতে না পারাটা আমাকে দীর্ঘদিন তাড়িয়ে বেড়াবে।”
লিটন আরও জানিয়েছেন, পুরোপুরি ফিট না হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজেও খেলার সুযোগ পাচ্ছেন না।
সমর্থকদের ধন্যবাদ ও আশার বার্তা
পুরো টুর্নামেন্টে পাশে থাকার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিটন প্রতিশ্রুতি দেন, সামনে তারা সমর্থকদের মুখে হাসি ফোটানোর সর্বোচ্চ চেষ্টা করবেন।
সামনে যা আসছে
আগামী ২ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। লিটনের অনুপস্থিতিতে এবার দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক।
