সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে ভিসা জটিলতায় পড়েছেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। ফলে সিরিজের শুরুতে মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ভিসা পেতে সৌম্যের আরও তিন দিন সময় লাগতে পারে। যদি সেই প্রক্রিয়া বিলম্বিত হয়, তবে সিরিজের প্রথম ম্যাচে তাকে পাওয়া নাও যেতে পারে।
লিটনের জায়গায় সুযোগ
সদ্য সমাপ্ত এশিয়া কাপে পেশির ইনজুরির কারণে মাঝপথে ছিটকে যান অধিনায়ক লিটন দাস। সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি তিনি। তার পরিবর্তে আসন্ন আফগানিস্তান সিরিজের দলে ডাক পান সৌম্য সরকার। শারজাহতেই তার ফেরার কথা ছিল জাতীয় দলে।
সর্বশেষ খেলা ও বর্তমান ফর্ম
সৌম্য সর্বশেষ বাংলাদেশের জার্সি গায়ে টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি ছন্দে আছেন। চলমান এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খুলনা বিভাগের হয়ে শেষ দুই ম্যাচে তিনি খেলেছেন ৪৫ ও ৬৩ রানের দুই ইনিংস। তার এই ফর্ম আফগানিস্তান সিরিজে দলের জন্য ভরসা হয়ে উঠতে পারে বলে আশা করা হচ্ছে।
সিরিজ সূচি
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে শারজাহতে।
- প্রথম ম্যাচ: ২ অক্টোবর
- দ্বিতীয় ম্যাচ: ৩ অক্টোবর
- তৃতীয় ম্যাচ: ৫ অক্টোবর
