দুবাইয়ে এশিয়া কাপ সুপার ফোরের শেষ ম্যাচে ওপেনার পাথুম নিশাঙ্কার ঝলমলে সেঞ্চুরির পরও জয় পেল না শ্রীলংকা। রোমাঞ্চকর লড়াই গড়ায় সুপার ওভারে, যেখানে সহজেই জয় তুলে নেয় ভারত।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান তোলে ভারত। জবাবে সমান রান করে ম্যাচ টাই করে শ্রীলংকা। তবে সুপার ওভারে মাত্র ২ রান তুলতেই ২ উইকেট হারায় লঙ্কানরা। টার্গেট ছিল ৩ রান, যা প্রথম বলেই তুলে নেয় ভারত।
এই জয়ে সুপার ফোরে সব ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠল ভারত। অন্যদিকে, সব ম্যাচ হেরে বিদায় নিল শ্রীলংকা। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাকিস্তান দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে ভারতের প্রতিপক্ষ হলো। ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশ টুর্নামেন্ট শেষ করল তৃতীয় হয়ে।
আগামী ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
ম্যাচের চিত্র
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনার অভিষেক শর্মার ঝড়ে শুরুতেই রানের বন্যা নামে। ২২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি এবং ৩১ বলে ৬১ রান করে বিদায় নেন। তিলক ভার্মা (৪৯*) ও সঞ্জু স্যামসন (৩৯) গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
জবাবে চতুর্থ বলে কুশল মেন্ডিসকে হারালেও কুশল পেরেরা (৫৮) ও নিশাঙ্কা দ্বিতীয় উইকেটে ১২৭ রানের জুটি গড়ে শ্রীলংকাকে লড়াইয়ে রাখেন। ইনিংসের শেষ ওভারে জয়ের জন্য ১২ রান প্রয়োজন ছিল লঙ্কানদের। প্রথম বলে সেঞ্চুরি করে আউট হন নিশাঙ্কা (৫৮ বলে ১০৭, ৭ চার, ৬ ছক্কা)। শেষ পাঁচ বলে ১১ রান তুললেও জয় মেলেনি।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০২/৫, ২০ ওভার (অভিষেক ৬১, তিলক ৪৯*, স্যামসন ৩৯; আসালঙ্কা ১/১৮)
শ্রীলংকা: ২০২/৫, ২০ ওভার (নিশাঙ্কা ১০৭, কুশল পেরেরা ৫৮; পান্ডিয়া ১/৭)
সুপার ওভার: শ্রীলংকা ২/২ (০.৫ ওভার), ভারত ৩/০ (০.১ ওভার)
ফল: সুপার ওভারে ভারত জয়ী
