বার্সেলোনার তারকা মিডফিল্ডার গাভি আবারও দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন। হাঁটুর অস্ত্রোপচারের কারণে অন্তত চার থেকে পাঁচ মাস খেলতে পারবেন না এই স্প্যানিশ তরুণ। ক্লাব সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, “মেনিসকাস ইনজুরি থেকে সেরে উঠতে গাভির হাঁটুতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আগামী চার থেকে পাঁচ মাস তাকে বিশ্রামে থাকতে হবে।”
মাত্র ২১ বছর বয়সী গাভি এর আগেও গুরুতর হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন। ২০২৩ সালে একই হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল। চলতি মৌসুমের শুরু থেকেই তিনি ইনজুরিতে ভুগছিলেন। আগস্টে আঘাত পাওয়ার পর প্রথমে ধারণা করা হয়েছিল চিকিৎসার মাধ্যমে সেরে উঠবেন, তবে পরবর্তীতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় ক্লাব।
ফলে এ মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বার্সেলোনাকে গাভিকে ছাড়াই খেলতে হবে। সামনে লা লিগায় রিয়াল ওভিয়েদো ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ আছে কাতালান জায়ান্টদের। এছাড়া আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মুখোমুখি হবে তারা।
গাভির ইনজুরির কারণে ২০২৬ সালের জানুয়ারির আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই। এতে শুধু বার্সেলোনারই বড় ধাক্কা নয়, আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপেও স্পেন দলের পরিকল্পনায় শঙ্কা তৈরি হলো।
