টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারির আসন দখল করলেন মুস্তাফিজুর রহমান। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে এক উইকেট শিকার করে তিনি সাকিব আল হাসানকে টপকে যান।
শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে মুস্তাফিজ ৪ ওভারে ৩৩ রানে নেন ১ উইকেট। এর মাধ্যমে তিনি নিজের উইকেটসংখ্যা নিয়ে যান ১৫০-তে। ১১৮ ম্যাচে অর্জিত এই সাফল্যে তিনি পেছনে ফেলেছেন সাকিবকে, যিনি ১২৯ ম্যাচে নিয়েছেন ১৪৯ উইকেট।
বাংলাদেশের শীর্ষ বোলার হওয়ার পাশাপাশি মুস্তাফিজ বিশ্বের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন। এর আগে এই কীর্তি গড়েছেন আফগানিস্তানের রশিদ খান (১৭৩), নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪) এবং ইশ সাউদি (১৫০)।
২০১৫ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া মুস্তাফিজের এই অর্জন শুধু বাংলাদেশের ক্রিকেটের জন্যই নয়, বিশ্ব ক্রিকেট ইতিহাসেও উল্লেখযোগ্য এক মাইলফলক।
