এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। আবু ধাবিতে বুধবার অনুষ্ঠিত ম্যাচে জয়ের ফলে দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে সালমান-আফ্রিদিরা।
এর আগে প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরে পিছিয়ে পড়েছিল পাকিস্তান। অন্যদিকে টানা দ্বিতীয় হারে ফাইনালের পথ কঠিন হয়ে গেল শ্রীলংকার, যারা নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছিল।
শ্রীলংকার ব্যাটিং বিপর্যয়
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলংকা। ওপেনার নিশাঙ্কা (৮) ও কুশল মেন্ডিস (০)কে ফিরিয়ে দেন শাহিন শাহ আফ্রিদি। কুশল পেরেরা (১৫)ও টিকতে পারেননি। অধিনায়ক আসালঙ্কা ২০ রান করে আউট হলে চাপ আরও বাড়ে। শানাকা ফিরেন ‘গোল্ডেন ডাক’-এ।
শেষ দিকে কামিন্দু মেন্ডিস ৪৪ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেললেও দলকে বড় সংগ্রহে নিতে পারেননি। ২০ ওভারে ৮ উইকেটে শ্রীলংকার ইনিংস থামে ১৩৩ রানে। আফ্রিদি ৩ উইকেট নেন ২৮ রানে।
পাকিস্তানের রান তাড়া
জবাবে পাকিস্তানের ওপেনার ফারহান (২৪) ও ফখর জামান (১৭) ঝড়ো শুরু করলেও দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল। এক পর্যায়ে ৮০ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।
সেখান থেকে হুসেন তালাত (৩০ বলে ৩২*) ও মোহাম্মদ নাওয়াজ (২৪ বলে ৩৮*) ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন। ১৮তম ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা: ১৩৩/৮, ২০ ওভার (কামিন্দু ৫০, করুণারত্নে ১৭*, আফ্রিদি ৩/২৮)
পাকিস্তান: ১৩৮/৫, ১৮ ওভার (নাওয়াজ ৩৮*, তালাত ৩২*, থিকশানা ২/২৪)
ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী।
