ফুটবলে ব্যক্তিগত পর্যায়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি এখনো ব্যালন ডি’অর। ফিফা কিংবা উয়েফার পুরস্কার থাকলেও ১৯৫৬ সাল থেকে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল যে পুরস্কারটি দিয়ে আসছে, সেটির আবেদন আজো অপরিবর্তিত। সাত দশকের ইতিহাসে নানা নিয়ম–বদলের মধ্য দিয়ে গেলেও ব্যালন ডি’অর এখনো ফুটবলারদের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত সম্মান।
ইতিহাস ও বিবর্তন
দুই ফরাসি সাংবাদিক গ্যাব্রিয়েল আনো ও জ্যাক ফেরাঁ প্রথমে বছরের সেরা ফুটবলারকে পুরস্কৃত করার ভাবনা দেন। তাঁদের উদ্যোগেই ১৯৫৬ সালে শুরু হয় ব্যালন ডি’অর। প্রথমদিকে এটি ছিল শুধু ইউরোপীয় খেলোয়াড়দের জন্য, পরে ১৯৯৫ সালে নিয়ম বদলে ইউরোপে খেলা যেকোনো দেশের ফুটবলার মনোনীত হওয়ার সুযোগ পান। ২০০৭ সাল থেকে পুরস্কারটি পুরো বিশ্বের জন্য উন্মুক্ত হয়।
২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ফিফার সঙ্গে যৌথভাবে দেওয়া হয় ‘ফিফা ব্যালন ডি’অর’। তবে ২০১৬ সালে আলাদা হয়ে আবার নিজস্ব পরিচয়ে ফিরে আসে ব্যালন ডি’অর, আর ফিফা চালু করে দ্য বেস্ট পুরস্কার।
ভোট প্রক্রিয়া
শুরুর দিকে কেবল সাংবাদিকদের ভোটে বিজয়ী নির্ধারিত হতো। ২০০৭ সালে জাতীয় দলের কোচ ও অধিনায়কেরাও ভোট দিতে শুরু করেন। তবে ২০১৬ সালে আবার শুধু সাংবাদিকদের ভোটেই সীমিত করা হয়। ২০২২ সালে নিয়মে পরিবর্তন আসে—এখন শুধু ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিক ভোট দেন।
ফ্রান্স ফুটবল প্রথমে তৈরি করে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা। এরপর প্রতিটি সাংবাদিক তাঁদের শীর্ষ ১০ খেলোয়াড়ের নাম দেন। প্রথম স্থান পান ১৫ পয়েন্ট, দ্বিতীয় ১২, তৃতীয় ১০—এভাবে দশম স্থানে থাকা খেলোয়াড় পান ১ পয়েন্ট। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ফুটবলার জেতেন ব্যালন ডি’অর। সমান পয়েন্ট হলে প্রথম স্থান পাওয়া ভোটের সংখ্যা গোনা হয়।
রেকর্ডধারীরা
এখন পর্যন্ত সবচেয়ে বেশি আটবার ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। পাঁচবার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি ও মার্কো ফন বাস্তেন তিনবার করে শিরোপা জিতেছেন। সর্বশেষ ২০২৪ সালে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি এই সম্মান অর্জন করেন।
অন্যান্য পুরস্কার
ব্যালন ডি’অর ছাড়াও বিভিন্ন সময়ে নতুন ক্যাটাগরি যোগ করেছে ফ্রান্স ফুটবল:
- ব্যালন ডি’অর ফেমিনিন (২০১৮): সেরা নারী ফুটবলার।
- কোপা ট্রফি (২০১৮): ২১ বছরের কম বয়সী সেরা ফুটবলার।
- লেভ ইয়াসিন ট্রফি (২০১৯): সেরা গোলরক্ষক।
- জার্ড মুলার ট্রফি (২০২২): সেরা স্ট্রাইকার।
- সক্রেটিস অ্যাওয়ার্ড (২০২২): মানবিক কাজের স্বীকৃতি।
- বর্ষসেরা পুরুষ ক্লাব (২০২১) ও নারী ক্লাব (২০২৩)।
- ইয়োহান ক্রুইফ ট্রফি (২০২৪): বর্ষসেরা পুরুষ ও নারী কোচ।
আজকের প্রতীক্ষা
এবারও ফুটবল বিশ্ব তাকিয়ে আছে আজকের রাতে—কে জিতবেন সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর?
