এশিয়া কাপের সুপার ফোর পর্বে দুর্দান্ত শুরু করল ভারত। ওপেনার অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে তারা। ৩৯ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন অভিষেক।
রোববার দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান করে পাকিস্তান। ফারহান ৪৫ বলে ৫৮ এবং সাইম আইয়ুব ১৭ বলে ২১ রান করেন। শেষ দিকে অধিনায়ক আঘা সালমান (১৭*) ও ফাহিম আশরাফ (২০*) লড়াকু সংগ্রহ এনে দেন। ভারতের হয়ে শিবম দুবে নেন ২ উইকেট।
১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ভারতের দুই ওপেনার অভিষেক ও শুভমান গিল। পাওয়ার প্লেতে ৬৯ রান তোলেন তারা। ২৮ বলে ৪৭ রান করে গিল আউট হলেও অভিষেক ঝড় তুলতে থাকেন। শেষ পর্যন্ত ৭৪ রানে বিদায় নিলে জয়ের বাকি কাজ সারেন তিলক ভার্মা (৩০*) ও হার্ডিক পান্ডিয়া (৭*)।
১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলে জয় নিশ্চিত করে ভারত। পাকিস্তানের হয়ে হারিস রউফ নেন ২ উইকেট।
এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়েছে ভারত। এর আগে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে ১৬০ রান তাড়া করেছিল তারা।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান ১৭১/৫ (ফারহান ৫৮, সাইম ২১, দুবে ২/৩৩)
ভারত ১৭৪/৪ (অভিষেক ৭৪, গিল ৪৭, রউফ ২/২৬)
ফল : ভারত ৬ উইকেটে জয়ী।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited