মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে অনুষ্ঠিত ছয় জাতির কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
ম্যাচের শুরুটা ভালো হয়নি লাল-সবুজদের। প্রথম সেটে ২০-১৪ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় সেটে আক্রমণাত্মক খেলায় ঘুরে দাঁড়িয়ে ২০-১৬ পয়েন্টে জয় পায় বাংলাদেশ। ফলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে রোমাঞ্চকর লড়াইয়ে ৭-৬ পয়েন্টে জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে মালদ্বীপকে হারায় বাংলাদেশ দল।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ৯টায় শিরোপার অন্যতম দাবিদার পাকিস্তানের মুখোমুখি হবে তারা।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ২৬-১০ ও ২৪-১৪ পয়েন্টে সরাসরি ২-০ সেটে পরাজিত হয়েছিল।
