দেশব্যাপী ফুটবলের নতুন উন্মাদনা ছড়িয়ে দিতে বান্দরবান জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫। বুধবার বিকেলে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বান্দরবান জেলা দল ও ফেনী জেলা দল। উত্তেজনাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায়, বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় ও বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাবেদ রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম, সম্মিলিত ক্রীড়া পরিবারের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল ও সেক্রেটারি থুইসিং প্রু লুবু।
এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে দেশের ৬৪ জেলার দল অংশ নিচ্ছে। প্রথম দুটি ধাপ অনুষ্ঠিত হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। সেখান থেকে প্রথমে নির্ধারিত হবে ৩২ দল, এরপর চূড়ান্ত হবে ১৬ দল। চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।
