এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোর নিশ্চিত করল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকার ৬ উইকেটের জয়ে উপকৃত হয়ে পরবর্তী ধাপে জায়গা করে নেয় টাইগাররা।
৩ ম্যাচের সবগুলো জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শ্রীলংকা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে নাম লেখায়। সমান ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশ রানার্স-আপ হিসেবে জায়গা নিশ্চিত করে। অন্যদিকে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় হয়ে বিদায় নেয় আফগানিস্তান।
সুপার ফোরে বাংলাদেশের ম্যাচ সূচি:
- ২০ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে
- ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে
- ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে
আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা করে আফগানিস্তান। তবে দ্রুতই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। এক পর্যায়ে ৬ উইকেটে ৭৯ রানেই সীমাবদ্ধ হয়ে পড়ে আফগান ইনিংস।
এরপর নবম উইকেটে মোহাম্মদ নবি ঝড় তোলেন। মাত্র ২২ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৩টি চার ও ৬টি ছক্কা। তাঁর ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রানে থামে আফগানিস্তান। শ্রীলংকার নুয়ান থুসারা দুর্দান্ত বোলিং করে মাত্র ১৮ রানে নেন ৪ উইকেট।
জবাবে শ্রীলংকার শুরুটা তেমন ভালো না হলেও কুশল মেন্ডিস ব্যাট হাতে দলকে স্থির রাখেন। শেষদিকে কামিন্দু মেন্ডিসকে সঙ্গে নিয়ে সহজ জয় তুলে নেন তিনি। ১০টি চার মারতে থাকা কুশল অপরাজিত থাকেন ৫২ বলে ৭৪ রানে। কামিন্দু খেলেন ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস।
শেষ পর্যন্ত ৮ বল হাতে রেখে ৪ উইকেটে জয় পেয়ে গ্রুপ পর্বে অপরাজিত থাকে শ্রীলংকা এবং বাংলাদেশও নিশ্চিত হয় সুপার ফোরে।
