এশিয়া কাপের ১৭তম আসরে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরের আশা টিকিয়ে রেখেছে বাংলাদেশ। মঙ্গলবার আবু ধাবিতে হওয়া এই জয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে টাইগাররা।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান—যা এবারের আসরে দলের সর্বোচ্চ সংগ্রহ। ইনিংসের শুরুতেই ঝড় তোলেন তানজিদ হাসান। ফজলহক ফারুকির এক ওভারেই চারটি চার হাঁকিয়ে গতি বাড়ান। পরে দুই ছক্কায় তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি। ৩১ বলে ৫২ রানে থামেন তিনি। সাইফ হাসান করেন ৩০ রান। শেষ দিকে হৃদয় (২৬), জাকের (১২*) ও নুরুল (১২*) দ্রুত রান যোগ করে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করান।
জবাবে আফগানিস্তান শুরুতেই নাসুম আহমেদের ঘূর্ণিতে বিপর্যস্ত হয়ে পড়ে। গুরবাজ (৩৫) ও নাইব (১৬) কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। একসময় ওমরজাইয়ের (১৬ বলে ৩০) ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভেস্তে যায় আফগানদের স্বপ্ন। শেষদিকে রশিদের ২০ ও নূরের ১৪ রানের ঝড় আফগানিস্তানের হারের ব্যবধানই শুধু কমায়। নির্ধারিত ওভারে তারা গুটিয়ে যায় ১৪৬ রানে।
বাংলাদেশের হয়ে মুস্তাফিজ নেন ৩ উইকেট। নাসুম, তাসকিন ও রিশাদ দখল করেন ২টি করে উইকেট।
এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। শ্রীলঙ্কার সঙ্গে আফগানিস্তানের শেষ ম্যাচেই নির্ধারিত হবে সুপার ফোরের ভাগ্য। শ্রীলঙ্কা জিতলে সরাসরি বাংলাদেশ যাবে পরের পর্বে, আফগানিস্তান জিতলে হিসাব যাবে রানরেটে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ – ১৫৪/৫, ২০ ওভার (তানজিদ ৫২, সাইফ ৩০, রশিদ ২/২৬, নূর ২/২৩)
আফগানিস্তান – ১৪৬/১০, ২০ ওভার (গুরবাজ ৩৫, ওমরজাই ৩০, মুস্তাফিজ ৩/২৮)
ফল : বাংলাদেশ ৮ রানে জয়ী
