এশিয়া কাপে সুপার ফোরে উঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আগামীকাল আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
গ্রুপ পর্বে প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে দুর্দান্ত সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে ৬ উইকেটে হেরে চাপের মুখে পড়ে টাইগাররা। দুই ম্যাচ শেষে বাংলাদেশের ঝুলিতে আছে ২ পয়েন্ট। তাই শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই লাল-সবুজের কাছে।
অন্যদিকে, আফগানিস্তান প্রথম ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়ে সমান ২ পয়েন্ট সংগ্রহ করেছে। বাংলাদেশের বিপক্ষে জিতলে সুপার ফোর নিশ্চিত হবে তাদের জন্যও। ফলে ম্যাচটি দুই দলের কাছেই বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন,
“আমরা জানি এটি আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ। আমরা জয়ের জন্য নিজেদের সেরাটা উজাড় করে দেব।”
দলের মিডল অর্ডার ব্যাটার জাকের আলিও আশাবাদী,
“আমরা শুধু ম্যাচ খেলতে আসিনি, আমরা এখানে চ্যাম্পিয়ন হতে এসেছি।”
টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খুব বেশি সুবিধা করতে পারেনি। ১২ বার মুখোমুখি হয়ে জিতেছে ৫টিতে, হেরেছে ৭ ম্যাচে। এশিয়া কাপে দুই দলের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ২টি, আফগানিস্তান জিতেছে ৩ ম্যাচে।
শ্রীলংকার বিপক্ষে ম্যাচে পেসার তাসকিন আহমেদ ছিলেন না। আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।
আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, ডারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আতাল, আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, শারাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসাক, মুজিব উর রহমান, এএম গাজানফার, নুর আহমেদ, ফরিদ আহমেদ, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি।
