এশিয়া কাপে ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে বাংলাদেশ ক্রিকেট দল হেরে গেছে। আবু ধাবির মাঠে শ্রীলংকা ৬ উইকেটে জয়ী হয়, যেখানে টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় কেবল ২০ ওভারে ১৩৯ রান সংগ্রহ সম্ভব হয়।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরু দারুণ হতাশাজনক। ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন যথাক্রমে প্রথম ও দ্বিতীয় ওভারে শূন্য রানে আউট হন। অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয় সামান্য রানের জন্য জুটি গড়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। দশম ওভারে ৫ উইকেটে বাংলাদেশ মাত্র ৫৩ রান তুলতে সক্ষম হয়।
দলকে কিছুটা স্বস্তি এনে দেন জাকের আলি ও শামীম হাসান। এই জুটি ৬১ বলে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলীয় ১১৩ রান পূর্ণ করে। শামীম অপরাজিত ৪২ এবং জাকের ৪১ রানে থাকেন। শ্রীলংকার হাসারাঙ্গা দুই উইকেট নেন।
জবাবে শ্রীলংকা শুরুতেই বাংলাদেশকে চাপে ফেলে। তবে কুশাল মেন্ডিসকে দ্রুত আউট করার পর পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারা দ্বিতীয় উইকেটে ঝড়ো জুটি গড়ে দলকে জয় এনে দেন। নিশাঙ্কা ৫০ এবং মিশারা ৪৬ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের পক্ষ থেকে মাহেদি হাসান ২টি, মুস্তাফিজুর রহমান ও তানজিম ইকবাল ১টি করে উইকেট নেন।
পরবর্তী ম্যাচে বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৩৯/৫ (২০ ওভার, শামীম ৪২*, জাকের ৪১, হাসারাঙ্গা ২/২৫)
শ্রীলংকা: ১৪০/৪ (১৪.৪ ওভার, নিশাঙ্কা ৫০*, মিশারা ৪৬*, মাহেদি ২/২৯)
ফলাফল: শ্রীলংকা ৬ উইকেটে জয়ী
