বাংলাদেশের ষষ্ঠ বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন।
গত রাতে আবু ধাবিতে এশিয়া কাপের ১৭তম আসরে গ্রুপ-‘বি’ ম্যাচে হংকংয়ের বিপক্ষে বল হাতে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ম্যাচে ৪ ওভারে ৩১ রান খরচায় নেন ২ উইকেট। এর মাধ্যমে ২০২৩ সালে অভিষেক হওয়া এই তরুণ স্পিনারের টি-টোয়েন্টি ক্যারিয়ারে উইকেটের সংখ্যা দাঁড়ায় ৫০-এ।
এর আগে বাংলাদেশের হয়ে পাঁচজন বোলার টি-টোয়েন্টিতে ৫০ বা ততোধিক উইকেট শিকার করেছেন। সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব আল হাসান—১২৯ ম্যাচে ১৪৯ উইকেট। দ্বিতীয় স্থানে আছেন মুস্তাফিজুর রহমান, ১১৪ ম্যাচে ১৩৯ উইকেট নিয়ে।
তালিকার তৃতীয় স্থানে আছেন তাসকিন আহমেদ, যিনি ৭৯ ম্যাচে নিয়েছেন ৯৬ উইকেট। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে শরিফুল ইসলাম (৫২ ম্যাচে ৫৮ উইকেট) এবং মাহেদি হাসান (৬৪ ম্যাচে ৫৭ উইকেট)।
