এশিয়া কাপে নিজেদের অতীত রেকর্ড নিয়ে হতাশ নন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বরং তিনি জানালেন, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত তার দল।
তিনবার ফাইনালে উঠেও এখনো শিরোপার স্বাদ পায়নি বাংলাদেশ। ২০১২ সালে পাকিস্তানের কাছে, ২০১৬ ও ২০১৮ সালে ভারতের কাছে হেরে হতাশ হতে হয়েছিল টাইগারদের। ২০১৮ সালের ফাইনালে লিটনের সেঞ্চুরিও বদলাতে পারেনি পরিণতি।
তবে এবার ভিন্ন কিছু করার প্রত্যয় তার কণ্ঠে। দুবাইয়ে অধিনায়করা অংশ নেওয়া সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আমরা এখনও শিরোপা জিতিনি। তবে সেটা ইতিহাস। আর ইতিহাস তৈরি হয় পরিবর্তনের জন্যই। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। চ্যালেঞ্জ অবশ্যই থাকবে, কিন্তু আমরা দল হিসেবে উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এশিয়া কাপের আগে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সাম্প্রতিক এই সাফল্য দলে জুগিয়েছে বাড়তি আত্মবিশ্বাস।
যদিও ক্রিকেট বিশ্লেষক হর্ষ ভোগলে ও আকাশ চোপড়া বাংলাদেশের পরিবর্তে একই গ্রুপে থাকা শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে এগিয়ে রাখছেন, তা নিয়ে ভাবিত নন লিটন। তার ভাষায়, ‘আমরা অন্যদের প্রমাণ করার জন্য আসিনি। আমরা নিজেরাই জানি আমরা কী করতে পারি।’
অধিনায়ক আরও যোগ করেন, ‘আমাদের দীর্ঘ ক্যাম্প হয়েছে, দল ভালোভাবে প্রস্তুত। এশিয়া কাপ অবশ্যই কঠিন হবে, কারণ প্রতিটি দলই শক্তিশালী। তবে আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। এটা নিশ্চিত, আমরা আমাদের শতভাগ উজাড় করে দেব।’
আগামী বৃহস্পতিবার আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। এরপর গ্রুপ পর্বে ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
