এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়ল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রোববার সকালে প্রথম বহরে ১৩ সদস্যের দল ঢাকা ত্যাগ করে। তাদের সঙ্গে ছিলেন দলের হার্ডহিটার ব্যাটার জাকের আলি অনিকও।
সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাকের আলি জানান, দলের প্রস্তুতি এবং ড্রেসিংরুমের পরিবেশ দুর্দান্ত। তিনি বলেন, “ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ পর্যন্ত আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। ড্রেসিংরুমের পরিবেশ সবসময়ই ইতিবাচক ছিল। তাই আমরা এশিয়া কাপে ভালো কিছু করতে চাই।”
চাপের ম্যাচ নিয়ে নিজের অভিমত জানাতে গিয়ে জাকের আলি বলেন, “সব ম্যাচকেই সমান গুরুত্ব দিয়ে খেলতে হবে। বড় টুর্নামেন্ট আলাদা কিছু নয়। আমরা বেসিকের ওপর ফোকাস করে, একই মানসিকতা নিয়ে প্রতিটি ম্যাচ খেলতে চাই।”
টি-টোয়েন্টিতে ধারাবাহিকতা না থাকার সমালোচনার প্রসঙ্গেও তিনি দৃঢ় অবস্থান নেন। তার ভাষায়, “কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের ক্রিকেট খেলব, সেরাটা দিয়ে খেলব।”
এবারের এশিয়া কাপ শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। মোট ১৯টি ম্যাচের মধ্যে ১১টি হবে দুবাইয়ে এবং বাকি ৮টি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে, আর ফাইনাল হবে দুবাইয়ে।
বাংলাদেশ দল রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। লিটন দাসের নেতৃত্বে কঠিন গ্রুপে পড়লেও সাম্প্রতিক প্রস্তুতি ও ফিটনেসের ওপর ভরসা রেখে টাইগাররা নতুন করে নিজেদের প্রমাণ করতে চায়।
এক নজরে বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচ
- ১১ সেপ্টেম্বর: বনাম হংকং
- ১৩ সেপ্টেম্বর: বনাম শ্রীলঙ্কা
- ১৬ সেপ্টেম্বর: বনাম আফগানিস্তান
