নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেসে-খেলে জিতে নিলো বাংলাদেশ। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। দুই ম্যাচের শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে টাইগাররা এখন হোয়াইটওয়াশ করার পথে।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের মুখে শুরু থেকেই চাপে ছিল নেদারল্যান্ডস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ১৭.৩ ওভারে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৩০ রান করেন আরিয়ান দাত। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নাসুম আহমেদ, যিনি তিনটি উইকেট নেন। এছাড়া মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ নেন দুটি করে উইকেট।
১০৪ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দলকে দারুণ শুরু এনে দেন। ৪০ রানের উদ্বোধনী জুটি গড়ার পর ইমন ২১ বলে ২৩ রান করে আউট হন। এরপর অধিনায়ক লিটন দাস ক্রিজে এসে তানজিদকে সঙ্গ দেন। তানজিদ তামিম তার দুর্দান্ত ফর্ম ধরে রেখে ৪০ বলে অপরাজিত ৫৪ রানের এক ঝকঝকে ইনিংস খেলেন এবং লিটন দাস ১৮ বলে ১৮ রান করে দলকে জয় পর্যন্ত নিয়ে যান। ১৪তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন তানজিদ।
ব্যাট ও বল হাতে দাপুটে পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশ এই সিরিজ জয় নিশ্চিত করল। এখন তারা ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সিরিজের শেষ ম্যাচে ডাচদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে। এশিয়া কাপের আগে এমন একতরফা সিরিজ জয় টাইগারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বলে আশা করা যাচ্ছে।
