এশিয়া কাপ টি–টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। দলে ফিরেছেন দেশসেরা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা।
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে যান হাসারাঙ্গা। এরপর চলমান জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টি–টোয়েন্টি দলে রাখা হয়নি তাকে। ফলে এশিয়া কাপে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সব জল্পনা কাটিয়ে অবশেষে ফিরেছেন তিনি।
বাংলাদেশ সিরিজ থেকে চারটি পরিবর্তন এনে এশিয়া কাপের দল সাজিয়েছে শ্রীলংকা। বাদ পড়েছেন আবিষ্কা ফার্নান্দো, দীনেশ চান্দিমাল, জেফরি ভ্যান্ডারসে ও ইশান মালিঙ্গা। তাদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন হাসারাঙ্গা, নুয়ানিদু ফার্নান্দো, কামিল মিশারা ও অভিজ্ঞ পেসার দুশমান্থ চামিরা।
আগামী ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে লংকানরা। বর্তমানে তারা জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে। এরপর তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষে এশিয়া কাপের মিশনে নামবে শ্রীলংকা।
শ্রীলংকার এশিয়া কাপ দল
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, হাসারাঙ্গা ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, দুশমান্থ চামিরা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান থুশারা ও মাথিশা পাথিরানা।
